| |
               

মূল পাতা আন্তর্জাতিক কাশ্মীরে বন্ধ রাখা হলো মসজিদ ও ঈদগাহ; ঈদের নামাজ আদায় করতে পারলেন না মুসুল্লিরা


কাশ্মীরে বন্ধ রাখা হলো মসজিদ ও ঈদগাহ; ঈদের নামাজ আদায় করতে পারলেন না মুসুল্লিরা


শেখ আশরাফুল ইসলাম     08 June, 2025     01:31 PM    


গতকাল ছিল পবিত্র ঈদুল আজহা। তবে ভারতের অধিভুক্ত কাশ্মীরের পুরনো শ্রীনগরে আঞ্জুমান ওকাফ জামে মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় হিন্দুত্ববাদী প্রশাসন।

শনিবার (৭ জুন) ঐতিহাসিক মসজিদ ও ঈদগাহের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “আঞ্জুমান ওকাফ জামে মসজিদ শ্রীনগর অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, কর্তৃপক্ষ আবারও ঈদগাহ এবং শ্রীনগরের ঐতিহাসিক জামে মসজিদে ঈদুল আজহার নামাজ পড়তে বাধা দিয়েছে এবং মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে। সেই সাথে বাইরে পুলিশ মোতায়েন করেছে।”

অন্যদিকে হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক দাবি করেছেন যে তাকে গৃহবন্দী করা হয়েছে।

তিনি এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ঈদ মোবারক! আবারও, কাশ্মীর দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হলো। ঈদগাহে ঈদের নামাজ পড়া হয়নি, এবং জামা মসজিদ টানা সপ্তম বছরের জন্য তালাবদ্ধ। আমাকেও আমার বাড়িতে আটকে রাখা হয়েছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে, মুসলমানরা তাদের ইবাদত করার মৌলিক অধিকার থেকে বঞ্চিত - এমনকি বিশ্বজুড়ে পালিত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান থেকেও বঞ্চিত!" 

সূত্র : মুসলিম মিরর